রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি ভূ-গর্ভস্থ রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
রাশিয়ার তাস এবং ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সেনায়া প্লোসাদ স্টেশনের বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দরজা উড়ে যাওয়া একটি ট্রেন দেখা যায়। বিস্ফোরণে এর ভেতরটাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে অর্থনৈতিক ফোরামের একটি সম্মেলনে যোগ দিতে বর্তমানে সেন্ট পিটার্সবার্গে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তবে তিনি নগরীর বাইরে অবস্থান করছেন এবং নিরাপদেই আছেন। বিস্ফোরণের তথ্য তাকে জানানো হয়েছে বলেও রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
বিস্ফোরণে এ পর্যন্ত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিষ্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এটি কোনো সন্ত্রাসী হামলা কি না- তাও নিশ্চিত করেনি কোনো গণমাধ্যম।
এর আগে ২০০৯ সালে মস্কো- সেন্ট পিটার্সবার্গ যাতায়াতকারী একটি দ্রুতগতির ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ২৭ জন নিহত হন।আহত হন ১৩০ জন। পরবর্তীতে ওই হামলার দায় স্বীকার করেছিল একটি ইসলামী গ্রুপ।
সূত্র: বিবিসি ও আল জাজিরা।