সার্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশটির ক্ষমতাসীন প্রধানমন্তী আলেকজান্ডার ভুসিস।রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছেন ভুসিস। তিনি পেয়েছেন ৫৫ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাসা জাঙ্কোভিচ পেয়েছেন মাত্র ১৫ শতাংশ ভোট। অপর প্রার্থী জুবিসা প্রিলিতাসেভিস পেয়েছেন মাত্র ৯ শতাংশ ভোট।
বলকান দেশ সার্বিয়ার সঙ্গে রাশিয়া ও চীনের ঐতিহাসিক মিত্রতা আছে। এ মিত্রতা বজায় রেখেই দেশটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হতে চায়। আর এই নীতি এগিয়ে নিতে চান ইইউপন্থী হিসেবে পরিচিত ভুসিস। এ নীতিকে সামনে রেখেই এবারের নির্বাচনে লড়েছেন তিনি। একইসঙ্গে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করা ছিল তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি।
জয় নিশ্চিত হওয়ার পরে এক প্রতিক্রিয়ায় ভুসিস বলেন, ‘মানুষ আমাকে সমর্থন দিয়েছেন এবং ইইউতে যোগদানের বিষয়ে উৎসাহ দেখিয়েছেন। একইসঙ্গে তারা চীন ও রাশিয়ার সঙ্গেও বন্ধুত্বও বজায় রাখতে চান।’
প্রসঙ্গত, রক্ষণশীল রাজনীতি দিয়ে ৪৭ বছর বয়সী ভুসিসের উত্থান। পরে ২০০৮ সালে দলত্যাগ করে যোগ দেন সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টিতে। সফলভাবে দায়িত্ব পালন করেছেন দেশটির তথ্য, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। সামলেছেন উপ-প্রধানমন্ত্রীর ভারও। ২০১৪ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত আছেন। এবার প্রেসিডেন্ট হয়ে শক্তির ভারসাম্য বজায় রেখে ইইউর সদস্যপদ লাভ তার সামনে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে।
সূত্র: বিবিসি