একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজকে আটক করেছে সোমালিয় জলদস্যুরা। আটকের পর ওই জাহাজের ১১ জন নাবিককেও জিম্মি করে রেখেছে তারা।
জানা গেছে, ভারত মহাসাগর থেকে এ জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে দস্যু বাহিনী।
সোমবার দেশটির জলদস্যুতা বিরোধী সরকারি দফতরের কর্মকর্তা আব্দিরিজাক মোহাম্মেদ দিরির এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত শনিবার (১ এপ্রিল) জলদস্যুরা একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ আটক করে সোমালিয়ার পুন্টল্যান্ড প্রদেশের উপকূলীয় এলাকা এলিতে নিয়ে গেছে। জাহাজটি দুবাই থেকে সোমালিয়ায় আসছিল।
সবশেষ গত মার্চের শুরুতে ৮ জন ক্রুসহ শ্রীলংকার একটি তেলবাহী জাহাজ আটক করে জলদস্যুরা। পরে দেশটির মেরিটাইম পুলিশের সাথে আলোচনার পরে আটক জাহাজ ও ক্রুদের বিনা শর্তে ছেড়ে দিতে রাজি হয় দস্যুরা। ২০১২ সালের পরে সোমালি জলদস্যুদের বাণিজ্যিক জাহাজ জিম্মি করার ঘটনা এটাই প্রথম।
সূত্র: এনডিটিভি