রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিস্ফোরণের ঘটনা কোনো সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সম্ভাব্য সব ধরনের কারণ বিবেচনায় নিয়ে বিষ্ফোরণের ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
পুতিন বলেন, হামলার কারণ এখনো পরিষ্কার না। তবে এ ব্যাপারে তিনি রাশিয়ার গোয়েন্দা প্রধানের সঙ্গে কথা বলছেন। বিস্ফোরণের ঘটনায় নিহতের প্রতিও সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
রাশিয়ার তাস এবং ইন্টাফ্যাক্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, সেনায়া প্লোসাদ স্টেশনের বিস্ফোরণে ১০জন নিহত ও প্রায় ৫০জন আহত হয়েছেন। বিষ্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এটি কোনো সন্ত্রাসী হামলা কি না- তাও নিশ্চিত করেনি কোনো গণমাধ্যম।
সূত্র: সিএনএন ও