‘বাহুবলী ২’-এর ট্রেইলারের দর্শকের সংখ্যা ইতোমধ্যেই কোটি ছাড়িয়ে গিয়েছে। 'বাহুবলী'র সিক্যুয়েল ঘিরে যে এমন মাতামাতি হবে তার প্রমাণ আগেই মিলেছিল। তাই তো মুক্তির আগেই প্রায় ৫০০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে এস রাজামৌলির এই ছবি।
‘বাহুবলী’ কোন রাজনৈতিক দলের এমন এক প্রশ্নই এখন ভারতের তেলাঙ্গানার বিধানসভার কেন্দ্রবিন্দু। গত সপ্তাহে অধিবেশন চলাকালীন কংগ্রেসের নেতা কে জন রেড্ডি বলেন, ‘কংগ্রেসের অন্দর থেকে ‘বাহুবলী’ জন্ম নেবে এবং কাট্টাপা KCR-কে খতম করবে।’ তার এমন মন্তব্যে সমর্থন করেন অন্য কংগ্রেস বিধায়করা।
এরপর থেকেই ‘বাহুবলী কার’ বিতর্ক সৃষ্টি হয়েছে দেশের নবগঠিত রাজ্যে। তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (TRS)-এর তরফ থেকে দাবি করা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR) হলেন আসল বাহুবলী’। আর বিরোধীদের ‘কাট্টাপা’ বলে কটাক্ষ করেছেন TRS নেতারা।
এদিকে শাসক ও প্রধান বিরোধী দলের ‘বাহুবলী’কে নিয়ে এই দড়ি টানাটানিতে যোগ দিয়েছেন CPM, CPI বা YSR কংগ্রেসের নেতারাও। বিভিন্ন দলের তরফে নিজেদের নেতাকে ‘বাহুবলী’ বলে দাবি করা হচ্ছে। যদিও এর মধ্যে ব্যতিক্রম বামদলগুলি।
তবে এসেবর মধ্যেই চন্দ্রবাবু নাইডু’র দলের তরফে বলা হয়েছে, TRS-এর ভিতর থেকেই ‘বাহুবলী’ তৈরি হবে এবং KCR-কে ক্ষমতাচ্যুত করবে। বোঝাই যাচ্ছে, ‘বাহুবলী’ যুদ্ধ নিয়ে বেশ মজাই নিচ্ছে নাইডু’র TDP।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২