এইচওয়ানবি ভিসা আরও কঠিন করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের নতুন ভিসা নীতির জেরে এবার থেকে সাধারণ কম্পিউটার প্রোগ্রামাররা আর এইচওয়ানবি ভিসা পাবে না। এ ভিসা পেতে তাদেরকে আরও ডিগ্রি এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে।
আমেরিকার দাবি, এইচওয়ানবি ভিসার জন্য যারা আবেদন করেন তাদের অধিকাংশই সাধারণ কম্পিউটার প্রোগ্রামার। তাদের আবেদন খারিজ করে দিচ্ছে মার্কিন অভিবাসন দফতর।
সমীক্ষায় দেখা গেছে ২০০০ সাল থেকে যারা এই ভিসা নিয়ে আমেরিকায় গিয়েছেন তাদের অধিকাংশই সাধারণ কম্পিউটার প্রোগ্রামার। সেসময় যে মেমোরেন্ডাম পাস করা হয়েছিল তাতে বলা হয়েছিল বিশেষ কর্মদক্ষতার জন্য আমেরিকায় কাজের এবং বসবাসের অনুমতি দেওয়া হবে। ওবামার ওই মেমোরেন্ডামে বদল আনেন ডোনাল্ড ট্রাম্প। মার্চেই নতুন মেমোরেন্ডামে স্পষ্ট করে দেয় সেই বিশেষ কর্মদক্ষতার মান। তার জেরেই আর সাধারণ কম্পিউটার প্রোগ্রামারদের এই ভিসা প্রাপ্তির সুযোগ থাকছে না। এমনকী কাজ হারাতে পারেন এখন আমেরিকায় বসবাকারী বেশ কয়েক হাজার সাধারণ কম্পিউটার প্রোগ্রামারও।
মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা বা ইউএসসিআইএস–র নতুন মেমোরেন্ডামে এই নতুন নিয়মটি বলবৎ করা হয়েছে। পুরনো মেমোরেন্ডামে অবশ্য এই ভিসার জন্য ১০ পেশার উল্লেখ করা হয়েছে। সেই দশটি পেশা অপরিবর্তিত রাখা হয়েছে ট্রাম্পের নতুন ভিসা নীতিতেও। যদিও নতুন ধারায় বেশ বিপাকে ভারতে তথ্যপ্রযুক্তি কর্মীরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ