৫০০ টাকা ও ১হাজার টাকার নোট আগেই দেখেছে ভারতীয়রা। মোদি সরকার এসে তাদের ২ হাজার টাকার নোটও দেখাল। কিন্তু ২০০ টাকার নোট? হ্যাঁ, এবার ২০০ টাকার নোট বাজারে ছাড়তে যাচ্ছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ( আরবিআই।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। আরবিআই কর্মকর্তাদের আশা, কেন্দ্র দ্রুতই এ সিদ্ধান্তে সম্মতি দেবে। বাজারে ২ হাজার টাকার নতুন নোট এলেও খুচরো নিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই ২ হাজার টাকার নোট নিতে চাইছেন না। নোট বাতিলের পর ৫০০ টাকার নোট ফিরে এলেও এখনই হাজার টাকার নোট ফিরছে না।
অন্যদিকে খুচরো সমস্যা এখনও থেকেই যাচ্ছে। সেই সমস্যাকে সামাল দিতে একশো ও পাঁচশোর মাঝামাঝি অঙ্কের নোটের প্রয়োজনীয়তার কথা উঠে আসে। আরবিআই কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, বাজারে ২০০ টাকার নোট ছাড়া হলে সমস্যা অনেকটাই কমবে। কেন্দ্র ছাড়পত্র দিলেই ছাপার কাজ শুরু হয়ে যাবে।
সূত্র: আজকাল