মিসরে দুটি কপ্টিক চার্চে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। সংখ্যালঘু এই খ্রিস্টান সম্প্রদায়ের ‘পাম সানডে’র অনুষ্ঠানে রবিবারের এই হামলায় আহত হয়েছে আরো ১০০ জন।
বিবিসি জানিয়েছে, প্রথম হামলার ঘটনাটি ঘটে নীল নদীর অববাহিকা শহর তান্টার একটি চার্চে। সেখানে ২৫ জন নিহত হন, আহত হন অন্তত ৭৮ জন। এর কয়েক ঘণ্টা পরে আলেকজান্দ্রিয়া শহরের সেন্ট মার্ক ক্যাথেড্রাল কপ্টিক চার্চে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে, এখানে নিহত হয় ১১ জন আহত হয় ৩৫ জন।
ওই হামলার সময় কপ্টিক পোপ তাওয়ারদোস গীর্জার ভেতরেই ছিলনে, তবে তিনি অক্ষত আছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের উদ্ধৃতি দিয়ে ডেইলি স্টার এ খবর প্রকাশ করেছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। এই হামলা এমন সময়ে ঘটল যখন মিশরে ইসলামিক স্টেট জঙ্গিরা সংখ্যালঘু খ্রিস্টানদের উপর হামলা তীব্রতর করছে। ফেব্রুয়ারিতে ‘টার্গেট কিলিং’ এর পরে বহু খ্রিস্টান সিনাই উপত্যকা ছেড়ে পালিয়েছে।
সূত্র: বিবিসি