জিনস প্যান্ট পরার অপরাধে ভারতের শিলিগুড়ির মাটিগারায় হাত পা বেঁধে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। ভবিষ্যতে কখনও এই অপরাধ করলে এলাকা থেকে তারিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে সেই মহিলাকে।
জানা গেছে, শিলিগুড়ির হিল কারত রোডে একটি কাপড়ের দোকানে কাজ করেন নিগৃহীতা ওই মহিলা। জিনস প্যান্ট পরে কেন কাজে যাওয়া হয়েছে, অভিযোগ এলাকার মাতব্বরদের। তার জন্য নাকি এলাকার মেয়েরা খারাপ হয়ে যাবে। এই অভিযোগে ব্যাপক মারধোর করা হয়। মহিলার স্বামী এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। মার খেয়েছেন তার শাশুড়িও। পুরো ঘটনা পুলিশকে লিখিত জানিয়েও কোন লাভ হয়নি। পরে শিলিগুড়ির পুলিশ কমিশনারকেও জানিয়েছেন খালি হাতে ফিরতে হয় নিগৃহীতা পরিবার।
এদিকে, এলাকার মাতব্বরদের ভয়ে প্রায় এক সপ্তাহ ঘরছাড়া মহিলার পরিবার। গ্রামের মাতব্বরদের দৌরাত্ম্যে নিজের ভিটে-বাড়ি ছেড়ে শিলিগুড়ি জংশন স্টেশনে আশ্রয় নিয়েছে তারা। ভিটে-বাড়ি ছেড়ে স্টেশনে দিন কাটানোর পর নিগৃহীতার পরিবারের পক্ষ থেকে স্থানীয় একটি এনজিওর সঙ্গে যোগাযোগ করা হয়।
তবে হার মানেননি নিগৃহীতা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, 'বাংলার মুখ্যমন্ত্রী মহিলা। তিনি যত দিন আছেন এ রাজ্যে এই অন্যায়ের প্রতিবাদ করে যাব। এক মহিলা এক মহিলার বিপদে পাশে থাকবেন বলেই আশা তার। আমরা মহিলা জন্য চুপ করে বসে থাকবো না। মুখ্যমন্ত্রী যে ভাবে লড়াই করে বাংলাকে পবিত্র করেছেন তিনিও এই মাতব্বরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যেখানে যেতে হয় যাবেন।'
গোটা বিষয়টি নিয়ে মাটিগারা থানার বক্তব্য, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ