সমাজের সংস্কার ভেঙে এক বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে চলেছেন নরওয়ের এক ব্যক্তি। উদারমনস্কতার পরিচয় দিয়ে সবার জন্য প্রবেশ অবাধ করতে এক বিশেষ মসজিদ খোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মসজিদের নাম হবে ‘মসজিদ-আল-নিসা’, যার অর্থ ‘মহিলাদের মসজিদ’। যেখানে একজন নারী ইমাম থাকবেন বলেও জানানো হয়েছে। নরওয়ের ভিরাট ল্যান্ড নামক সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে।
জানা গেছে, নরওয়ের রাজধানীতেই ওই মসজিদ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইয়েমেন আল-ওবাইদি নামে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি এমন একটি মসজিদ খুলতে চান যেখানে পুরুষের পাশে বসেই নামাজ পড়তে পারবেন নারীরা। যা সাধারণত হয় না। নারীদের নামাজ পড়ার জন্য আলাদা মসজিদ ও আলাদা ইমাম থাকেন।
কিন্তু নরওয়ের এই ব্যক্তি চাইছেন নতুন ওই মসজিদে প্রবেশ হবে অবাধ। পুরুষ কিংবা নারী কারও প্রবেশে কোনও বাধা থাকবে না। এমনকি এই মসজিদে সমকামীরা, উভকামী, রূপান্তরকামী সবাই ঢুকতে পারবেন অবাধে।
এই ব্যক্তি মনে করেন, মসজিদের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেবেন নারীরাই। তাদের হাতে তুলে দেওয়া হবে মাইক্রোফোন। আগামী বছরেই এই মসজিদ খুলবে বলে আশা করছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪