ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়া বা ব্রেক্সিট নিয়ে আলোচনা-সমালোচনা চলছে অনেক আগে থেকেই। এর প্রভাব পড়েছিল ব্রিটিনের সাধারণ নির্বাচনেও। তবে এ প্রসঙ্গে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে জানালেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পরও ইউরোপের নাগরিকরা দেশটিতে থাকতে পারবে। গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসের এক সফরে তিনি ইউরোপের নাগরিকদের এ সুবিধা দেয়ার কথা জানান।
এসময় তেরেসা বলেন, যুক্তরাজ্য থেকে একটিনিরপেক্ষ ও গুরুত্বপূর্ণ প্রস্তাব দেয়া হচ্ছে। ইউরোপের যেকোন নাগরিক স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে পারবে, এখানে পেশাগত জীবন কাটাতে পারবে এবং এখানকার সমাজে যেকোন ভূমিকা রাখতে পারবে।
ব্রাসেলসে মে এবং ইইউ এর নেতৃবৃন্দ ব্রেক্সিট নিয়ে সমঝোতায় বসলে তিনি এ ঘোষণা দেন।
সূত্র: সিএনএন
বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৭/ওয়াসিফ