পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানের কোয়েটা শহরে পুলিশ প্রধানের কার্যালয়ের সামনে বিস্ফোরণে অন্তত ১২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ছয়জনই পুলিশ সদস্য বলে জানা গেছে।
গুলিস্তান রোডের ওই বিস্ফোরণে নয় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও ১৬ জন। শুক্রবার সকালে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর জিও টিভি ও ডেইলি মেইলের।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের গাড়িকে লক্ষ্য করে চেকপোস্টের কাছে ওই বিস্ফোরণ ঘটানো হয়। আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।
বিডি প্রতিদিন/২৩ জুন, ২০১৭/ফারজানা