কাশ্মীরের শ্রীনগরের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে । শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলের ক্যাম্পাসে লস্কর-ই-তৈয়বার জঙ্গিরা ঢুকে পড়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, স্কুলের ভিতরেই লুকিয়ে আছে জঙ্গিরা। তবে স্কুল ঘিরে পাল্টা জঙ্গি দমন অভিযানে নেমেছে সেনাবাহিনী। পুরো এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
এর আগে সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানি সেনার গোলাবর্ষণের মাঝেই জঙ্গি হামলার ঘটনা ঘটে। শ্রীনগরের পানথা চক এলাকায় সিআরপিএফের টহলদারি গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। হামলায় এক সাব ইন্সপেক্টর ও এক সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া দুই ভারতীয় সেনা সদস্য ও এক সাধারণ নাগরিক আহত হয়েছেন।
আইজি সিআরপিএফ জানিয়েছেন, শহরের পানথা চক এলাকায় হামলা চালিয়েই জঙ্গিরা স্থানীয় দিল্লি পাবলিক স্কুলের দিকে পালিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, হামলার দায় নিয়েছে লস্কর-ই-তৈয়বা জঙ্গি গোষ্ঠী। সংগঠনের মুখপাত্র আবদুল্লা গজনভি এই হামলা দায় স্বীকার করেছে।
এদিকে টহলদারি ভ্যানে জঙ্গি হামলার পরই জবাব দিয়ে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। হামলার পর থেকে শ্রীনগর সহ উপত্যকার সর্বত্র জারি হয়েছে আরও কড়া সতর্কতা।
সূত্র: দ্য হিন্দু ও সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/ ২৫ জুন, ২০১৭/ ই জাহান