অক্সিজেনের সরবরাহের অভাবে গত ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশের গোরক্ষপুরের হাসপাতালে ৩০ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে ভারতজুড়ে। শুক্রবার গোরক্ষপুরের জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৪৮ ঘণ্টায় এনকেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয় বেশ কিছু শিশু। তাদের চিকিৎসা চলছিল সেখানে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে সংস্থাকে সেখানে অক্সিজেন সরবরাহ করতে বলা হয়েছিল, হঠাৎ গতকাল রাত থেকে তারা সরবরাহ বন্ধ করে দেয়। এরপরই এই বিপদজনক ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৭/আরাফাত