ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নাকচ করা হয়নি বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, প্রয়োজনে সেই 'সামরিক ব্যবস্থা' নেয়া হতে পারে বলেও জানান তিনি।
নিউ জার্সির গলফ ক্লাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির সঙ্গে বৈঠকের পর স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ট্রাম্প।
এসময় প্রেসিডেন্ট বলেন, প্রয়োজনে ভেনেজুয়েলার বিরুদ্ধে নেয়ার মতো সামরিক ব্যবস্থাসহ অনেক ব্যবস্থাই রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। অবশ্য, মার্কিন সেনারা সরাসরি দেশটির বিরুদ্ধে নামবে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।
এদিকে, ট্রাম্পের এ বক্তব্যের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে ভেনেজুয়েলা নিয়ে এখনো কোনো নির্দেশ আসেনি বলে জানিয়েছে পেন্টাগন।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/১২ আগস্ট, ২০১৭/ওয়াসিফ