ভারতের উত্তরপ্রদেশের গোরাখপুর শহরের সেই সরকারি হাসপাতালটিতে অক্সিজেন না দেওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। যাদের বেশিরভাগই শিশু।
সরবরাহকারী প্রতিষ্ঠানের বাকি বিল পরিশোধ না করায় সেখানে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়ায় এই শিশুদের মৃত্যু হয়। যদিও সেখানে গত ৫ দিনে ভর্তি হওয়া শিশুদের অধিকাংশই এনফ্যালাইটিসে আক্রান্ত।
হাসপাতালের অভিযোগ, বিল বাকি থাকার জন্য আগে থেকে না জানিয়েই গত কয়েকদিন ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়েছিন সংস্থাটি। আর তার জেরেই এই সমস্যা দেখা দেয়। যদিও ১০ তারিখ থেকে পরিস্থিতি খারাপের দিকে গড়াতে শুরু করলে শুক্রবার গভীর রাতে ৩০০টি সিলিন্ডার পাঠায় সংস্থাটি।
হাসপাতাল ও অক্সিজেন সরবরাহকারী সংস্থার মধ্যে টানাপোড়েন মাঝে এবার পরিস্থিতি সামলা দিতে মাঠে নেমেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও উত্তরপ্রদেশ সরকার। ইতিমধ্যেই হাসপাতালে সুপারকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৭/আরাফাত