কাশ্মীরের রাত থেকে শুরু হওয়া সেনাবাহিনী-জঙ্গি সংঘর্ষে এক সেনা সদস্যেসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ক্যাপ্টেনসহ আরও তিনজন।
কাশ্মীরের সোপিয়ানে এ ঘটনা ঘটেছে। পুরো এলকা জুড়ে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। এ ঘটনায় এক জঙ্গির মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলের দিকেই কাশ্মীরের পুঞ্চ এলাকায় মৃত্যু হয় জগ্রাম সিং নামে এক ভারতীয় সেনার। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। বুলেটের আঘাতে আহত হওয়ার পর তার মৃত্যু হয়।
এছাড়া এদিনের ঘটনায় মৃত্যু হয় এক স্থানীয় নারীর। পাশাপাশি গতকাল রাতে সেনার সদর কার্যালয়ে হামলা চালায় জঙ্গিরা। এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ভোররাতে কাশ্মীরের মেন্ধার সেক্টরে পাক রেঞ্জার্সরা আচমকাই আক্রমণ করে। সেই আক্রমণের পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে বছর ৪৫-র এক নারীর। তিনি মেন্ধার সেক্টরের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন