যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। চলছে পাল্টাপাল্টি হুমকি। আর সেই ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখলে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার মার্কিন লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলা করতে পারে। এমনটাই জানালেন রাশিয়ার বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট ফর ইউএস অ্যান্ড কানাডিয়ান স্টাডিজের উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল পাভেল জোলোতারেভ।
এ ব্যাপারে তিনি বলেন, সাধারণ যুক্তির ভিত্তিতে মনে হয় না উত্তর কোরিয়ার বিরুদ্ধে হামলা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু একটি দেশ যখন কেবলমাত্র প্রচারমুখী হয়ে ওঠে তখন আর যুক্তির ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় না। বর্তমানে যুক্তরাষ্ট্র এমন অবস্থার মধ্য দিয়ে চলছে বলে জানান তিনি। পাভেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এমন পরিস্থিতিতে ধারণাতীত ঘটনাবলী ঘটতে পারে।
তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, ওয়াশিংটনের বাড়তি চাপের মুখে আগ্রাসী ভূমিকায় নামতে পারে উত্তর কোরিয়া। এতে দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে পিয়ংইয়ং হামলা চালাতে পারে। এসময় তিনি আরও বলেন, উত্তর কোরিয়া গুয়ামে হামলার পরিকল্পনা করছে বলে পিয়ংইয়ং যে দাবি করেছে তাকেও মিথ্যা বলে মনে করা ঠিক হবে না।
বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৭/ওয়াসিফ