পরবর্তী প্রজন্মের রুশ যুদ্ধবিমানের আত্মপ্রকাশ ঘটল রাশিয়ায়। নতুন এই যুদ্ধবিমানের নাম সুখোই - ৫৭। জানালেন রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স কম্যান্ডার ইন চিফ ভিক্টর বন্দারেভ। এক আসন ও ২ ইঞ্জিন বিশিষ্ট এই বিমানকে যুদ্ধক্ষেত্র ছাড়াও নানা কাজে ব্যবহার করা যাবে বলে জানা গেছে।
সুখোই - ৩০-এর পরবর্তী প্রজন্মের জঙ্গিবিমান তৈরির জন্য গত কয়েক বছর ধরেই গবেষণা চালাচ্ছিল রাশিয়া। নতুন জঙ্গিবিমান তৈরির গবেষণার পোশাকি নাম ছিল প্রসপেকটিভ এয়ারবোর্ন কমপ্লেক্স অফ ফ্রন্টলাইন অ্যাভিয়েশন।
সূত্রের খবর, বিমান ঘণ্টায় সর্বোচ্চ ২,৬০০ কিলোমিটার বেগে উড়তে পারে। সর্বোচ্চ ২০ কিলোমিটার উচ্চতায় উড়তে পারে বিমানটি। রুশ বিমানসেনার তরফে জানানো হয়েছে, প্রথম দফায় ১২টি বিমান তৈরি করা হবে। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে ২০১৯ সালে রুশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হবে সেগুলি।
বিডি প্রতিদিন / ১২ আগস্ট, ২০১৭ / তাফসীর