দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির জন্য ফের ভারতকেই দায়ী করল পাকিস্তান। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি–র দাবি, ভারতের জন্যই দুই দেশের সমস্যা মিটছে না।
তিনি বলেন, ‘দিল্লির সম্প্রসারণবাদী নীতি দুই প্রতিবেশী দেশের গঠনমূলক সম্পর্কের পথে প্রধান বাধা। সমতার ভিত্তিতে সমস্ত দেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় পাকিস্তান।ভারতের সঙ্গে সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্যে অর্থবহ আলোচনা ও শান্তিপূর্ণ উপায় অবলম্বনের জন্য সব ধরনের প্রচেষ্টা করছে পাকিস্তান। কিন্তু ভারতের সম্প্রসারণবাদী কৌশল এর বাধা হয়ে উঠেছে।’
আব্বাসির এই বক্তব্য পেশ করার সময় উপস্থিত ছিলেন চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং। পাক প্রধানমন্ত্রী কাশ্মীর বিতর্কের সমাধানে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/ ১৫ আগস্ট, ২০১৭/ ই জাহান