১৯৯২ সালে ভারত সফরে গিয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। এ সময় তিনি হায়দরাবাদেও গিয়েছিলেন। সেই সময় প্রিন্সেসের সম্মানে ঐতিহ্যবাহী পোশাক পরে নেচেছিল চার বছর বয়সী অবন্তী। তখন অবন্তীকে ‘মেয়ে’ বলে সম্বোধন করেছিলেন প্রয়াত ডায়ানা।
সেই অবন্তী এখন স্কুলশিক্ষক। বয়স ২৮ বছর। সম্প্রতি শৈশবের সেই স্মৃতি নিয়ে কথা বলেছেন অবন্তী। তিনি জানান, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে শুরু করেছি যে প্রিন্সেস ডায়ানা কে ছিলেন। সেই দিন ডায়ানা আমাকে মাঠে বসে থাকতে দেখেছিলেন। এরপর তিনি আমাকে কোলে তুলে নিয়ে মঞ্চে ওঠেন। তিনি আমাকে হাঁটুর ওপর বসিয়েছিলেন।’
অবন্তী রেড্ডি আরও বলেন, ‘আমার খুব সর্দি লেগেছিল। প্রিন্সেস ডায়না তখন নিজের রুমাল দিয়ে আমার নাক মুছে দিয়েছিলেন। এছাড়া সারাক্ষণ তিনি আমাকে সঙ্গে সঙ্গে রেখেছিলেন। যখন তাঁর যাওয়ার সময় হয়, তখন ডায়ানা আমাকে বলেছিলেন, আমার কোনো মেয়ে নেই, তাই আজ থেকে তুমি আমার মেয়ে। ’আমি তোমাকে ছেড়ে যেতে চাই না।
ভারত থেকে চলে যাওয়ার পরও মেয়ে অবন্তীকে নিয়মিত চিঠি লিখতেন ডায়ানা। প্রথম দেখার পাঁচ বছর পর আবার পুনর্মিলন হওয়ার কথা ছিল এ দু’জনার। কিন্তু ডায়নার মৃত্যু তা আর হতে দেয়নি।
বিডি প্রতিদিন / ১৫ আগস্ট, ২০১৭ / তাফসীর