ডোকলাম ইস্যু নিয়ে ক্রমশ জটিল হচ্ছে ভারত-চীন সম্পর্ক। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পাথর ছোঁড়াছুড়ি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে।
সূত্রের খবর, লাদাখে নিজেদের সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে চীনা সেনাদের বাধা দেয় ভারতীয় সেনারা। এরপর ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে চীনের সেনাবাহীনী। এর পাল্টা জবাব দেয় ভারতও। এরপরে বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে সেনা সূত্রে খবর, চীনা বাহিনী জোর করে ঢোকার চেষ্টা করলে ভারতীয় সেনারা মানবপ্রাচীর তৈরি করে বাধা দেয়। সেই বাধা টপকে ফের ঢোকার চেষ্টা করলে প্রথমে দুই দেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে শুরু হয় জোর ধস্তাধস্তি। ভরাতীয় সেনাদের শক্তিশালী মানবপ্রাচীরের সঙ্গে এঁটে উঠতে না পেরে পিছু হটে চীনের সেনারা। এরপরেই ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতও।
বিডি প্রতিদিন / ১৫ আগস্ট, ২০১৭ / তাফসীর