স্পেনের জঙ্গি হামলা ঘটনার ২৪ ঘণ্টা না কাটতেই এবার জঙ্গি হামলা হলো জার্মানিতে। হামলায় একজনের মৃত্যু হয়েছে।
পশ্চিম জার্মানির উপপার্টাল শহরের এই ঘটনায় হামলাকারী ধারালো অস্ত্রে কুপিয়ে খুন করেছে এক ব্যক্তিকে। যদিও হামলাকারীকে এখনও গ্রেফতার করা যায়নি।
জার্মান পুলিশের আশঙ্কা, হামলাকারীরা সংখ্যায় এক বা একাধিক জনও হতে পারে। এর আগেও একই পদ্ধতিতে জার্মানির একটি ট্রেনে হামলা চালানো হয়েছিল।
শুক্রবার ফিনল্যান্ডের শহর তুর্কুতে ছুরিকাঘাতে মারা গেছেন ২ জন। ফিনিশ পুলিশ হামলাকারীদের একজনকে পায়ে গুলি করে, তাকে কাবু করে ফেলে। পরে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা অন্য অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন