হোয়াইট হাউসের ‘চিফ স্ট্র্যাটেজিস্ট’ স্টিভ ব্যাননকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তাঁকে বহিষ্কার করা হয়।জানা গেছে, হোয়াইট হাউসের অন্যতম পরামর্শদাতা ট্রাম্প পরিবারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিলেন। একইসঙ্গে রাজনৈতিক দ্বিমতের জেরে তাকে এই পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রিপাবলিকান দলের সঙ্গেও তার মতবিরোধ চলছিল বলে জানা গেছে। এমনকি, হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তা ম্যাক মাস্টার এবং জেনারেল কেলির সঙ্গেও তার সমস্যা চলছিল। আর এই বিবাদের জেরেই নিজের পদ খোয়াতে হয় ব্যাননকে।
প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিডি-প্রতিদিন/১৯ আগস্ট, ২০১৭/ওয়াসিফ