চীনের ইনার মঙ্গোলিয়ার একটি বাড়িতে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। খবর সিনহুয়া’র।
খবরে বলা হয়, উলানকাব নগরীর দমকল বাহিনীকে স্থানীয় সময় রাত ৪টা ১৬ মিনিটে একটি আবাসিক বাড়িতে অগ্নিকাণ্ডের খবর জানানো হয়। তারা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে ৫ জনের লাশ উদ্ধার করে।
আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়।
বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৭/এনায়েত করিম