মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রবিবার অন্তত নয়জন নতুন মন্ত্রী শপথ নেবেন।২০১৯-এর লোকসভা ভোট। গত তিন বছরে একাধিক ব্যর্থতার বোঝা ইতিমধ্যেই ঘাড়ে চেপেছে। শেষ দু’বছরে কাজ দিয়ে বাজিমাত করতেই মোদি মন্ত্রিসভার রদবদল করছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
রাষ্ট্রপতি ভবনে রবিবার সকাল সাড়ে ১০টায় নতুন মন্ত্রীরা শপথ নেবেন। সরকারি সূত্রের যুক্তি, প্রধানমন্ত্রীর নতুন ভারতের লক্ষ্যে নতুন টিম তৈরিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন মন্ত্রীদের দু’জন প্রাক্তন আমলা, একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ও একজন প্রাক্তন কূটনীতিক। এরা হলেন কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব রাজ কুমার সিংহ, দিল্লিতে জবরদখল উচ্ছেদ করে ডেমলিশন ম্যান বলে খ্যাত আলফোন্স কান্নানথানম, জাতিসংঘে ভারতের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি হরদীপ সিংহ পুরী ও মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিংহ।
অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় দু'টিই অরুণ জেটলির হাতে। সুষমা স্বরাজকে প্রতিরক্ষামন্ত্রী করার জল্পনা রয়েছে। নিতিন গডকড়ীকে জাহাজ-সড়ক-পরিবহণের সঙ্গেই রেল দেওয়া হবে না কি না- তা নিয়েও জল্পনা তুঙ্গে। নতুন মন্ত্রীদের জায়গা করে দিতে ছ'জন মন্ত্রী পদত্যাগ করেছেন। সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/৩ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা