তৃতীবারের মতো মা হচ্ছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন।
ব্রিটেনের রাজপ্রাসাদ কেনসিংটন থেকে আনুষ্ঠানিকভাবে এ সংবাদ জানানো হয়েছে। এতে আরও বলা হয় রাণী এলিজাবেথ এবং দুই পরিবারের সদস্যরাই এ খবরে আনন্দিত।
প্রিন্স অব ওয়েলস ডায়ানা ও প্রিন্সেস অব ওয়েলসের প্রিন্স ফিলিপের বড় ছেলে প্রিন্স উইলিয়াম। ২০১১ সালের ২৯ এপ্রিল ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘদিনের বন্ধু উইলিয়ামকে বিয়ে করেন কেট।
তাদের সংসারে জর্জ নামের একটি ছেলে (৪) ও শার্লট (২) নামের একটি মেয়ে সন্তান আছে। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা