শ্রীলঙ্কার নৌবাহিনী ৮০জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল। শ্রীলঙ্কার সামুদ্রিক এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে এই ৮০ জনকে গ্রেফতার করা হয়৷ কলম্বোর থেকে প্রকাশিত খবর থেকে জানা যায়, এদের মধ্যে চারজন মৎস্যজীবীকে গত ৩১ অাগস্ট শ্রীলঙ্কার নৌবাহিনী, ডুবে যাওয়ার হাত থেকে বাঁচায়৷ তবে অন্যদের শ্রীলঙ্কার সামুদ্রিক এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে গ্রেফতার করে নেওয়া হয়৷
প্রসঙ্গত, চলতি মাসের প্রথম সপ্তাহেই শ্রীলঙ্কা নৌবাহিনীর হাতে আটক ৫০ ভারতীয় মৎস্যজীবী৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে৷ ১২টি ট্রলারসহ মোট ৫০জন মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার নৌবাহিনী। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভুল করে শ্রীলঙ্কার সীমানায় ঢুকে পড়ে৷ শ্রীলঙ্কার নৌবাহিনী দাবি করেছে, ১২টি ট্রলারসহ ৫০জন মৎস্যজীবী নাকি সীমানালঙ্ঘন করেছিল৷ জাফনার কারিনগর এলাকা থেকে আটক করা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের৷ শ্রীলঙ্কার মৎস্য তদারকি দফতরে তাদেরকে পাঠানো হয়েছে৷ সেখানেই বিষয়টি তদন্ত করে দেখা হবে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার