সেন্ট পিটাসবার্গের কাছে লুসকি রেঞ্জে রুশ সেনার মহড়া দেখতে গিয়েছিল সাধারণ মানুষ। আকাশে মহড়া দেখাচ্ছিল রুশ বিমান বাহিনীর Ka-50 Black Shark অ্যাটাক হেলিকপ্টার।
হঠাৎ হেলিকপ্টারের সামনে চলে আসে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের শব্দ। ওই ব্যক্তির উপরই এসে পড়েছে একটি বোমা।
জানা গেছে, আহতদের তালিকায় রয়েছেন সাংবাদিকসহ সাধারণ মানুষ।
বিডি-প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ