সৌদি আরবে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অ্যাপ যেমন স্কাইপ, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও-ভিডিও কল করার ওপর বহাল থাকা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটির সরকার।
সৌদি আরবের যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। দেশটির আইন লঙ্ঘন করছে এমন অভিযোগে এর আগে ভিওআইপি অ্যাপগুলোও ব্লক করে দেয় কর্তৃপক্ষ।
খবরে আরও বলা হয়, স্ন্যাপচ্যাটে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বন্ধ করে দেয়ার একদিন পরই ইন্টারনটে কলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিলো সৌদি আরব।
এর আগে, ২০১৩ সালে বিভিন্ন ভিডিও কলিং অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব এবং সেবাগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব