ফের উত্তর কোরিয়া বনাম আমেরিকা দ্বৈরথ শুরু হয়ে হলো। আমেরিকার আগ্রাসী মনোভাবে তারা যে দমে যায়নি, তা সরাসরি হুমকি দিয়ে বুঝিয়ে দিল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার হুঁশিয়ারি, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের আগুন জ্বালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। তাই এবার ভুগতে হবে তাকেই।
ট্রাম্পের উদ্দেশে এবার সরাসরি এমনই হুমকি দিলেন উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়ং হো। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী দাবি করেন, ‘উত্তর কোরিয়ার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের দামামা বাজিয়েছেন।’ ট্রাম্পকে কিছুদিন আগে ‘দুষ্টু রাষ্ট্রপতি’ বলেও সম্বোধন করেছিলেন রি ইয়ং হো।
উত্তর কোরিয়া পর পর পারমাণবিক মিসাইল পরীক্ষা করেছে গত কয়েকমাস ধরে। তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এমনকী তাদের সেই কাজকে কড়া ভাষায় নিন্দা করায় মার্কিন প্রশাসনকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। পাল্টা হুঁশিয়ারি এসেছে ট্রাম্পের পক্ষ থেকেও।
সম্প্রতি রাশিয়ার ট্যাস সংবাদ সংস্থায় কথা বলতে গিয়ে উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়ং হো বলেন, ‘নিজেদের নিরাপত্তা বৃদ্ধি এবং শান্তি স্থাপনের জন্য আমরা পরমাণু শক্তিধর হয়ে উঠেছি। এটা নিয়ে অযথা আলোচনার কোনও অবকাশ নেই।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর