লন্ডনের অন্যতম দূষিত এলাকা হিসেবে পরিচিত অক্সফোর্ড এবার দূষণ শূন্য স্থানে পরিণত হতে চলেছে। পেট্রোল ও ডিজেল চালিত যান নিষিদ্ধ করতে চলেছে এই বিশ্ববিদ্যালয় শহর।
জানা গেছে, যে সমস্ত কমার্শিয়াল যান, বাস ও গাড়ি পেট্রোল কিংবা ডিজেল দ্বারা চালিত হবে শহরের ছটি রাস্তায় তাদের যাওয়া নিষিদ্ধ করা হচ্ছে। এমনকি অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট সোসাইটির সামনে দিয়েও তারা যেতে পারবে না।
এছাড়া, পেট্রোল ও ডিজেল গাড়ি ব্যবহার থেকে মানুষের উৎসাহ কমাতে ইলেকট্রিক গাড়ির পার্কিং চার্জও কমাতে চলেছে অক্সফোর্ড।
উল্লেখ্য, মার্কিন দূষণ নির্ণয় পদ্ধতিতে জালিয়াতি করে ২০১৫ সালে বিতর্কে জড়িয়েছিল জার্মান গাড়ি নির্মাতা সংস্থা ভক্সওয়াগেন। তারপর থেকেই ডিজেল ইঞ্জিন বন্ধ করতে সোচ্চার হয়েছে বিশ্বের উন্নত দেশগুলো।
বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ