প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পাকিস্তান শান্তিপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন দেশটি (পাকিস্তান) আর্মি চিফ জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি বলেছেন, করাচির এটি 'খাঁটি ইচ্ছা'। খবর-কলকাতা২৪x৭'র।
করাচিতে অর্থনীতি ও নিরাপত্তা বিষয়ে একটি সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বাজওয়া জানান, ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের জন্য খুব চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে নিজের দুর্বলতা দূর করার জন্য ন্যাশনাল অ্যাকশন প্ল্যান করা উচিত।
দুর্বলতা নিয়ে কেউ হুমকি দেওয়ার আগেই সেগুলো কাটাতে হবে বলে মন্তব্য করেন তিনি। জেনারেল বাজওয়া আরো বলেন, পাকিস্তানের পূর্বে যুদ্ধ মনোভাবাপন্ন ভারত আর পশ্চিমে অস্থির আফগানিস্তান। নেতিবাচকতার মধ্যে দেশটি আটকে গেছে। কিন্তু পাকিস্তানের পশ্চিম দিক ঠান্ডা রাখার চেষ্টা তারা করছেন। এর জন্য কূটনীতি, সেনা ও অর্থনীতির সাহায্য নেওয়া হচ্ছে।
এরপরই বাজওয়া বলেন, ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে যেতে চাইছে পাকিস্তান। এর জন্য তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম