আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। আর তারই জের ধরে এবার চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের কাছে শ্রীলঙ্কায় একটি বিমানবন্দর তৈরি করতে চায় ভারত। এই বিষয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা চলছে বলে জানা গেছে। দ্বীপের দক্ষিণ প্রান্তে সমুদ্র লাগোয়া অংশে এই বিমানবন্দর বানাতে চায় ভারত। এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী নিমাল সিরিপালা।
চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের একটা অংশের নির্মাণ কাজ চলছে শ্রীলঙ্কার একেবারে দক্ষিণ প্রান্তে হামবানটোটায়। তার জন্য ইতিমধ্যেই প্রচুর বিনিয়োগ করেছে বেইজিং। চীন সেখানে একটি সমুদ্র বন্দরও বানিয়েছে। সে ব্যাপারে কলম্বো-বেইজিং আলোচনা অনেক দূর এগিয়েছে।
এদিকে বিমানবন্দর তৈরির ব্যাপারে শ্রীলঙ্কার বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী নিমাল সিরিপালা বলেছেন, আমরা অনেক দিন ধরেই চাইছিলাম, হামবানটোটায় বিনিয়োগ করতে এগিয়ে আসুক আরও একটা দেশ। আর ভারতের প্রস্তাবটাও এসেছে।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি-প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ