চুক্তি ভঙ্গ এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়ার অভিযোগে ইরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তি নবায়ন করতে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজ থেকে শুক্রবার দেয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এ বিষয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা করা হবে এবং চুক্তিতে পরিবর্তনের পন্থা নিয়ে যুক্তরাষ্ট্র তার বন্ধু দেশগুলোর পরামর্শ নেবে। এছাড়া তিনি হুঁশিয়ারিও দেন, কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না। এসময় তিনি আরও বলেন, ‘আমরা এমন পথে হাঁটা অব্যাহত রাখব না, যে পথের সম্ভাব্য পরিণতি হচ্ছে আরো বেশি সহিংসতা, আরো বেশি সন্ত্রাস এবং ইরান পরমাণু অস্ত্র অর্জন করবে।’ প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ৬ দেশের সঙ্গে এই ধরণের চুক্তি করে ইরান।
অন্যদিকে এ ব্যাপারে ইরানের নেতা হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি পরিবর্তন করতে পারে না।
এই চুক্তির পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ