দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের চুরি হওয়া নীলরঙা 'ওয়াগন আর' গাড়িটি উদ্ধার করা হয়েছে। উত্তর প্রদেশের গাজিয়াবাদের মোহন নগর থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এনডিটিভির খবরে বলা হয়েছে, গাড়িটি উত্তর প্রদেশের গাজিয়াবাদের মোহন নগর থেকে উদ্ধার করা হয়েছে। তবে কখন, কি অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছুই জানানো হয়নি।
এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকারের সচিবালয়ের বাইরে থেকে মুখ্যমন্ত্রীর নীলরঙা 'ওয়াগন আর' কারটি খোয়া যায়।
বিডি-প্রতিদিনি/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব