আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী শনিবার দেশটির কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের বাইরে ইসলামিক স্টেটের জঙ্গিদের একটি হামলা ঠেকিয়ে দিয়ে তাদের ১০ জঙ্গিকে হত্যা করেছে। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।
প্রাদেশিক পুলিশ প্রধান জুমা গুল হেমাত সাংবাদিকদের জানান, আজ সকালে আইএস জঙ্গিদের একটি দল আসাদাবাদ নগরীর বাইরে পুলিশের কয়েকটি চেকপোস্টের ওপর হামলা চালায়। নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা চালালে বিদ্রোহীরা ১০টি লাশ ফেলে পালিয়ে যায়।
তিনি জানান, আইএস গ্রুপের স্থানীয় কমান্ডার মোল্লা জহির সংঘর্ষে নিহতদের মধ্যে রয়েছেন।
পুলিশ প্রধান স্বীকার করেন যে, বন্দুক যুদ্ধে পুলিশের দু’জন কর্মকর্তাও আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আইএস যোদ্ধাদের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম