লন্ডনে মুসল্লিদের ভিড়ে ভ্যান গাড়ি উঠিয়ে বাংলাদেশিকে হত্যায় ড্যারেন অসবর্ণ (৪৮) নামে এক উগ্র-ডানপন্থী ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। গত বছরের জুনে অসবর্ণ নামে ওই ব্যক্তি একটি ভ্যান ভাড়া করে লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে মুসল্লিদের ভিড়ে গাড়ি চালিয়ে দেয়। এতে মকাররাম আলীর (৫১) শরীরের উপর দিয়ে গাড়ি চলে গিলে তিনি নিহত হন। তখন তিনি মসজিদ থেকে নামাজ শেষে ফিরছিলেন। নিজ বসতির ১০০ গজ দূরে নিহত হন মকাররম আলী।
ওই বাংলাদেশিকে হত্যায় অসবর্ণ দোষী সাব্যস্ত হওয়ায় কট্টরপন্থীরা ব্রিটেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। এতে দেশটির সরকারকে তা সম্পূর্ণ নতুন আঙ্গিকে পর্যালোচনা করে দেখতে হচ্ছে।
বিচারক এক ঘণ্টারও কম সময়ের শুনানির পর আসামি ড্যারেন অসবর্ণকে (৪৮) হত্যা ও আরও ১২ জনকে আহত করার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। খবর বিবিসি ও গার্ডিয়ানের।
পুলিশ জানিয়েছে, বিবিসির একটি ড্রামা দেখে অসবর্ণের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে তীব্র ঘৃণার সৃষ্টি হয়। ওই নাটকে একটি যৌন হয়রানির জন্য মুসলিম পুরুষরা দায়ী বলে দেখানো হয়েছে। পরে অনলাইনের মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারে ওই ড্রামার ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। ব্রিটেন ফার্স্ট ও ইংলিশ ডিফেন্স লিগের মুসলিম বিদ্বেষী প্রপাগান্ডার কারণে অসবর্ণের ভেতরে ব্যাপক ঘৃণার জন্ম নেয় এবং তিনি এই হত্যাকাণ্ডে উৎসাহিত হন।
গত বছরের জুনে ওই হামলা চালাতে অসবর্ণ একটি ভ্যান ভাড়া করে মকাররাম আলীর শরীর উঠিয়ে দেন।
বিচারকের কাছে অসবর্ণ বলেন, তিনি অনেক বেশিসংখ্যক মুসলিমকে হত্যা করতে চেয়েছিলেন।
ওই ঘটনা স্পষ্টত সন্ত্রাসী হামলা ছিল বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ডিন হেডন বলেন, অসবর্ণের কাপুরুষোচিত কাজের ফলে শোচনীয়ভাবে একটি পরিবার একজন স্বামী, বাবা ও দাদাকে হারিয়েছে। আহতদের অনেকে সারাজীবনের জন্য সমস্যায় পতিত হয়েছেন।
বিডি প্রতিদিন/০২ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম