পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির এমন অবস্থা হবে যে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। শুক্রবার বিকালে হাওড়া জেলার ডুমুরজোলায় তৃণমূল ছাত্র-যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।
মমতা বলেন, গতকাল রাজস্থানে উপনির্বাচনে বিজেপি হেরে ভূত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের উপনির্বাচনে আমরা এক নম্বরে, তিনটি রাজনৈতিক দল (বিজেপি, কংগ্রেস, সিপিআইএম) এক করলে আমাদের (তৃণমূল কংগ্রেস) ধারে কাছে আসতে পারবে না। আমরা মানুষের কাছে কৃতজ্ঞ, তাদের দোয়াতেই এটা সম্ভব হয়েছে।
কেন্দ্রের বাজেট নিয়ে কটাক্ষ করেন মমতা। এই বাজেটকে সুপার ফ্লপ, বাম্বু বাজেট, গোবর্ধন বাজেট বলে উল্লেখ করে তৃণমূল নেত্রী বলেন, ‘বাম্বু মিশন আর গোবর্ধন-এই হচ্ছে বিজেপির জনার্ধন। এটা হচ্ছে বিজেপির গভর্নেন্স। ওটা বাজেট না কি রোবট কিছুই বুঝতে পারলাম না। তারা কোন গভর্নেন্সই জানে না। এই সরকার নার্ভাসনেস হয়ে গেছে, আর সেই হতাশা থেকেই এই বাজেট তৈরি করেছে’।
এসময় তিনি বলেন, ‘২০১৯-এ এমন হারা হারবে না যে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। দূরবীন দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না’।
বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে মমতা বলেন, ‘ওরা শুধু হিন্দু-–মুসলিম আর শিখ-জৈন করে বেড়ায়। রুপি বিলোচ্ছে, বিনা পয়সায় গাড়ি বিলোচ্ছে, বিনা পয়সায় খাতা দিচ্ছে, নির্বাচন আসলেই পয়সা দিয়ে দুর্বৃত্ত কিনছে কিন্তু মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের মাটি অন্য মাটি, রুপি দিয়ে এই বাংলার মাটি জয় করা যাবে না’।
তৃণমূলের সাবেক নেতা মুকুল রায়কে উদ্দেশ্য করে 'গদ্দার' বলেও মন্তব্য করেন মমতা। তিনি বলেন, কয়েকজন গদ্দার আছে যারা নিজেদেরকে বাঁচানোর জন্য বিজেপির সাথে বোঝাপড়া করে। তাদের বিশ্বাস করবেন না। এক লাখ ভালো মানুষের পরিবর্তে একটা গদ্দার তৈরি হয়’।
বিডি প্রতিদিন/২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল