লন্ডনে বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত ব্রিটিশ নাগরীককে ৪৩ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। এই সাজা অনুযায়ী কার্ডিফের বাসিন্দা ৪৮ বছর বয়সী ড্যারেন ওসবর্নকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।
গত বছরের ১৯ জুন উত্তর লন্ডনের ফিন্সবুরি পার্কে মসজিদের কাছে মুসল্লিদের ভিড়ে গাড়ি উঠিয়ে দেয় ওসবর্ন। এতে ৫১ বছর বয়সী বাংলাদেশি মুকাররম আলী নিহত ও আরো ১২ জন আহত হন।
এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে বলেন, মৌলবাদের দিকে ঝুঁকে পড়া ওসবর্ন ইসলাম বিদ্বেষ থেকেই ওই হামলা চালিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন