প্রতিদিন রাতে বাবা মদ খেয়ে বাড়ি ফিরতেন। তারপর মায়ের সঙ্গে চলত ঝগড়া। প্রতিদিন এই ঘটনায় কার্যত অতিষ্ঠ হয়ে পড়েছিল দশম শ্রেণির এক ছাত্রী। অবশেষে বাবার মদ খাওয়া ছাড়াতে গিয়ে চরম সিদ্ধান্ত নিল সে।
খবর অনুযায়ী, ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার ত্রিপোতি শহরের রাজকোট কলোনির বাসিন্দা শ্রীনিবাসের সঙ্গে তার স্ত্রী সরস্বতীর প্রতিদিন ঝগড়া-অশান্তি লেগে থাকত। পেশায় ফোটোগ্রাফার শ্রীনিবাস প্রতিদিন রাতেই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন। তার পরেই ঝগড়া করতেন স্ত্রী সরস্বতীর সঙ্গে।
জানা গেছে, প্রতিদিন এই ঘটনায় কার্যত অতিষ্ঠ হয়ে গিয়েছিল তাদের মেয়ে ভার্গবী। মদ খাওয়া না ছাড়লে আত্মহত্যা করবে বলেও কয়েকদিন আগে তার বাবা শ্রীনিবাসকে হুমকি দেয় সে। কিন্তু মেয়ের এই হুমকিতে কর্ণপাত করেনি তার বাবা। পরের দিন স্কুলে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পরে ভার্গবী। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। জানা যায়, স্কুল চলাকালীনই সে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
চিকিৎসার পর ভার্গবী আপাতত সুস্থ রয়েছে বলে জানা গেছে। তবে মদ খাওয়া ছাড়ানোর জন্য যে তার মেয়ে এমন কাণ্ড ঘটিয়ে বসবে, তা ঘুনাক্ষরেও বুঝতে পারেননি শ্রীনিবাস।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর