যারা সমকামিতায় আসক্ত তারা মানসিক ভাবে অসুস্থ। সমকামিতা মানসিক বিকারের একটি রূপ ছাড়া আর কিছুই নয়। এমনই মনে করে ইন্দোনেশিয়া সরকার।
গত শুক্রবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রালয়ের একটি তালিকা প্রকাশ করে জানায় যে, পাগলদের একটি মানসিক বিকার এই সমকামিতা। কাজেই এই দেশের যে নাগরিকরা সমকামী মনোভাবাপন্ন তাদের অবিলম্বে মানসিক চিকিৎসার প্রয়োজন। শুধু তাই নয়, যারা সমকামী কার্যকলাপ করবেন তাদের সেই মনোভাব দেশবিরোধী বলে বিবেচিত হবে। এবং তাদের স্বাভাবিক জীবনযাপন করার অধিকার দেবে না দেশটির সরকার।
যদিও ইন্দোনেশিয়ার এই অদ্ভুত নিয়ম নতুন নয়। এর আগে ইন্দোনেশিয়ায় বিয়ের আগে কোনও রকম শারিরীক সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করা হয়। এর জন্য প্রকাশ্যে বেত্রাঘাত করা হয় অভিযুক্তদের। এমনই আজব নিয়ম রয়েছে দেশটি। দেশের অধিকাংশ বাসিন্দাই মুসলিম ধর্মাবলম্বী। এবং এখানে গভীরভাবে শরিয়তি আইন মেনে চলা হয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর