মার্কিন ড্রোন হামলায় রবিবার ভোর রাতে আফগানিস্তানের ননগরহার প্রদেশে তিন আইএস জঙ্গির মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে ননগরহর জেলার গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে, হাসকা মিনা জেলায় আকাশপথে মানবহীন ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়। সেই হামলায় তিন আইএস জঙ্গির মৃত্যু হয়েছে। এছাড়া আফগান মিডিয়ায় আরও বলা হয়েছে, হামলায় জঙ্গিদের অস্ত্র, বারুদ, বোমা সব নষ্ট করে দেওয়া হয়েছে।
আফগানিস্তানের পূর্ব প্রান্তে অবস্থিত ননগরহর জেলাটি তুলনামূলকভাবে অনেক শান্ত। কিন্তু গত বছর খানেক ধরে তালেবান ও আইএস জঙ্গিরা এই প্রদেশে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করতে শুরু করে। প্রদেশের একেবারে প্রান্তিক এলাকায় আইএস জঙ্গি সংগঠন প্রভাব বিস্তার করা শুরু করেছে। তাই এই এলাকায় জঙ্গিদের ঘাঁটি চিহ্নিত করে সেগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ