ইন্দোনেশিয়ার রাজধানী জাতার্কায় ক্রেন ধসে চার শ্রমিক মারা গেছে। একটি হালকা যানবাহন চলাচলকারী অবকাঠামো নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে বলে রবিবার এক কর্মকর্তা জানান।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোর ৫টার দিকে পূর্ব জাকার্তার মাত্রামান জেলায় ক্রেন ছিঁড়ে হতাহতের এ ঘটনা ঘটে।
এদিকে পূর্ব জাকার্তার জ্যেষ্ঠ কমিশনার ইয়োইয়োন তোনো সূর্য পুত্রা বলেন, ‘এই ঘটনায় দুই জন ঘটনাস্থলেই মারা যান এবং আরো দুইজন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হলে সেখানে তারা মারা যান।’
সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ