সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলায় অন্তত ৩০ জঙ্গি নিহত হয়েছেন বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই এলাকায় রাশিয়ার একটি জঙ্গি বিমানকে ভূপাতিত করার পর এ অভিযান চালানো হয়।
শনিবার এক বিবৃতিতে হয়, সিরিয়ার ইদলিব প্রদেশে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাত্রের সাহায্যে রাশিয়ার এসইউ-২৫ জঙ্গি বিমানটি ভূপাতিত করা হয়। জাবহাত আল-নুসরা জঙ্গি গোষ্ঠী এ হামলা চালায়। এরপর বেশ কয়েকটি রুশ জঙ্গি বিমান জঙ্গি গোষ্ঠীটির নিয়ন্ত্রিত এলাকায় এ অভিযান চালায়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘৩০ জনের বেশি জাবহাত আল-নুসরাহ্ জঙ্গি নিহত হয়েছে।’
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ