ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপে গত কয়েক বছর ধরে ১০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। বিমান হামলার বিষয়ে ইইসরায়েলের প্রতি মিশর সরকারের সমর্থন রয়েছে বলে জানা গেছে। নিউইয়র্ক টাইমস এই জানিয়েছে তথ্য জানিয়েছে।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সাল থেকে ইসরায়েল নাম-পরিচয়বিহীন বিমান, ড্রোন এবং অপ্রচলিত অস্ত্র দিয়ে সিনাই উপদ্বীপে হামলা চালিয়ে আসছে। এ কাজে আমেরিকা ও ব্রিটেনের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা জড়িত। এসব কর্মকর্তা মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি নিয়ে কাজ করে থাকেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এ পর্যন্ত ইসরাইল ১০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। পত্রিকাটি দাবি করছে, তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালাচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে- এসব গেরিলা কখনো মিশরের ভূমি ব্যবহার করে ইসরায়েল হামলা চালায়নি।
ইসরায়েল বিমান হামলার বিষয়ে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি অনুমোদন দিয়েছেন এবং বিষয়টি গোপন রেখেছেন। মিশরের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার গুটি কয়েকজন কর্মকর্তা সিসির অনুমোদনের বিষয়টি জানেন বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
মিশর হচ্ছে একমাত্র আরব দেশ যে সবার আগে ইহুদিবাদী ইসরায়েলের সাথে কথিত শান্তি চুক্তি করেছে।
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত