ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, পাকিস্তানে গ্যাস রফতানির লক্ষ্যে দেশটির সীমান্ত পর্যন্ত পাইপ লাইন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু পাকিস্তান সরকার ওপারে পাইপ লাইন বসানোর কোনো পদক্ষেপ নেয়নি। রবিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিজান জাঙ্গানে বলেন, পাকিস্তান প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ না করায় দেশটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত। তার মন্ত্রণালয় আইনি ব্যবস্থা নেয়ার পক্ষে বলে তিনি জানান।
এর আগে গত ৩০ জানুয়ারি তিনি বলেছিলেন, গ্যাস পাইপ লাইন চালুর বিষয়ে পাকিস্তান সহযোগিতা করছে না। এ ক্ষেত্রে আমেরিকা ও সৌদি আরবের নাশকতা থাকতে পারে।
ইরানের সাথে গ্যাস পাইপ লাইন স্থাপন না করে অন্য কোনো উপায় অবলম্বনের জন্য পাকিস্তানের ওপর চাপ ছিল বলে তিনি স্বীকার করেন।
তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের ওপর দিয়ে তুর্কিমেনিস্তানের গ্যাস ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার প্রকল্প চালুর জন্য ইসলামাবাদের ওপর চাপ রয়েছে। ওই প্রকল্প তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত গ্যাস পাইপ লাইন বা 'টাপি' নামে পরিচিত। সৌদি আরব ওই প্রকল্পে পুঁজি বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত