সিরিয়ায় আফরিন অঞ্চলে তুর্কি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছেন। কুর্দি গেরিলাগোষ্ঠী ওয়াইপিজি'র বিরুদ্ধে অভিযান চালানোর সময়ে এ হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে তুর্কি জেনারেল স্টাফ শনিবার জানিয়েছে।
কয়েক দিন বিরতির পর আফরিন এলাকায় বিমান হামলা শুরুর মাত্র একদিন পরই এটি বিধ্বস্ত হলো।
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িতদের চড়া মূল্য দিতে হবে। তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সাথে কারা জড়িত সে কথা উল্লেখ করেননি তিনি।
প্রধানত ওয়াইপিজিকে লক্ষ্য করে গত মাসের ২০ তারিখে এ হামলা শুরু করেছিল তুরস্ক। ইদলিবে সন্ত্রাসীরা রুশ একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর হামলা বন্ধ রেখেছিল তুরস্ক। মস্কোকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের সুযোগ করে দেয়ার জন্য হামলা বন্ধ রাখা হয়েছিল।
তুরস্ক দাবি করছে, তুরস্ক বিরোধী গেরিলাদের সঙ্গে ওয়াইপিজির যোগসাজশ রয়েছে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত