সিরিয়ায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিন সূত্রের খবর, টেলিফোনে পুতিন সিরিয়ায় যুদ্ধে লিপ্ত সকল পক্ষের মধ্যে নতুন করে ভয়ংকর সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এমন ধরণের পদক্ষেপ এড়িয়ে চলতে রাশিয়ার পক্ষ থেকে আহ্বান জানান।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রেস অফিস থেকে বলা হয়েছে, টেলিফোনে আলাপকালে ইসরায়েল ও রুশ সামরিক বহিনীর মধ্যকার যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে নেতানিয়াহু সম্মত হয়েছেন।
ইসরায়েল-সিরীয় সীমান্তে তীব্র উত্তেজনা চলার প্রেক্ষাপটে উভয় নেতা টেলিফোনে এ আলাপ করেন।
বিডিপ্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান