দক্ষিণ কোরিয়ার পেয়ংচেনে অলিম্পিক গেইমস'র মাধ্যমে দুই কোরিয়ার বন্ধন রচনা হতে পারে। শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন যাই উনকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে মিলিত হবার আহ্বান জানানো হয় এক চিঠির মাধ্যমে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অতিথি ভবন, BLUE HOUSE এ সেই চিঠি হস্তান্তর করেন গেইমে যোগদানকারী কিমের বোন। এছাড়াও ব্যক্তিগতভাবে কিম-ভগ্নী প্রেসিডেন্ট মুন যাই উনকে যথাশীগ্র উত্তর কোরিয়ার নেতার সাথে মিলিত হতে অনুরোধ জানান।
প্রেসিডেন্ট মুন যাই উন, যিনি সম্পর্ক উন্নয়নে সব সময়েই আশাবাদী, উত্তর কোরীয় নেতার সাথে মিলিত হবার ইচ্ছা ব্যক্ত করেছেন।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত